তালায় সেভ ওয়াইল্ড লাইফ এর সদস্যরা অসুস্থ পাখি পশু হাসপাতালে নিয়ে সুস্থ করছে
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাগান হতে একটি অসুস্থ বাজপাখি উদ্ধার করেন সংগঠনের সহ-সভাপতি জহর হাসান সাগর।
উল্লেখ্য যে গভীর রাতে একটি ফোন আসে জহর হাসান সাগরের কাছে জানা যায় যে, সেখানে একটি পাখি পড়ে থাকতে দেখেন সাধারন জনগন, সঙ্গে সঙ্গে সমাজ সেবক আফজাল হোসেনকে নিয়ে রাতে ঘটনাস্থলে চলে যান সেভ ওয়াইল্ড লাইফ সদস্যরা।
উদ্ধার পরবর্তী পাখিটিকে প্রাথমিক সেবাদানের পাশাপাশি উপজেলা প্রানীসম্পদ কার্যালয়ের প্রানীসম্পদ কর্মকর্তা জনাব সঞ্জয় বিশ্বাস পাখিটিকে সেবা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনের সাধারণ সম্পাদক বায়জিত মওলানা ,সহ-সভাপতি হাসান আলী বাচ্ছু , সহ সভাপতি জহর হাসান সাগর, সাংগাঠনিক সম্পাদক সোহাগ হোসেন, বি এম বাবলু রহমান , আব্দুল্লা আল মামুন,আব্দুল্লা, আক্তার হোসেন, গোপীনাথ শীল সহ অনেকে।
এই বিষয়ে সংগঠনের সভাপতি ইমরান হোসেন বলেন যেবর্তমানে পাখিটি অসুস্থ থাকায় সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনের পাখিসেবা কেন্দ্রে রাখা হবে এবং সুস্থ হবার পর পরবর্তীতে পাখিটিকে প্রকৃতিতে মুক্ত করা হবে।
/ জহাসা