নড়াইল জেলার অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে কল্যান ভাতা বিতরণ
নড়াইল জেলার অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে মাসিক কল্যান ভাতা বিতরণ করা হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে জেলার ৬৪ জন অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মোট ৯ লক্ষ ৯০ হাজার নগদ টাকা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আনজুমান আরা এ ভাতা বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস , জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা প্রশাসনের কর্মকর্তাগনসহ ভাতাপ্রাপ্তরা এ সময় উপস্থিত ছিলেন।
৬৪ জনের মধ্যে ১ জনকে ২৫ হাজার ২শত টাকা ,১২ জনকে ১৯ হাজার ২ শত টাকা ও ৫১ জনকে ১৪ হাজার ৪ শত টাকা কওে দেয়া হয়।
/ শুস