দিনাজপুর মেডিকেলের চিকিৎসক সহ ১৪ জন নতুন আক্রান্ত
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও কার্ডিলজি বিভাগের চিকিৎসক ডাঃ হাবিবুর রহমানসহ জেলার ৬টি উপজেলায় নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪১২ জনে।
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (১৪ জুন) সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা করা হয়। পরীক্ষায় দিনাজপুর জেলার ৬টি উপজেলায় নতুন করে ১৪ জনের শরীরে নমুনা পজিটিভ পাওয়া যায়। এছাড়াও দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও কার্ডিলজি বিভাগের চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান করোনা আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৭ জন, বোচাগঞ্জ উপজেলায় ২জন, বিরল উপজেলায় ২জন, ফুলবাড়ী উপজেলায় ১জন, বিরামপুর উপজেলায় ১জন ও চিরিরবন্দর উপজেলায় ১ জন রয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪১২ জনে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট ৪১২ জন করোনা আক্রান্তের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১২৬জন, কাহারোল উপজেলায় ১৩ জন, বিরল উপজেলায় ৩৯জন, বোচাগঞ্জ উপজেলায় ১৩জন, পার্বতীপুর উপজেলায় ৩৪জন, ফুলবাড়ী উপজেলার ১৫জন, নবাবগঞ্জ উপজেলায় ২৫জন, হাকিমপুর উপজেলায় ৫জন, খানসামা উপজেলায় ২২জন, বিরামপুর উপজেলায় ৩৩ জন, ঘোড়াঘাট উপজেলায় ৩১জন, চিরিরবন্দর উপজেলায় ৩৭জন, বীরগঞ্জ উপজেলায় ১৯জন রয়েছেন। এর মধ্যে ১৭ জন শিশু, ৯৮ জন নারী ও ২৯৭ জন পুরুষ।
এছাড়াও জেলায় ১৫৮ জন সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৩৫জন, ফুলবাড়ী উপজেলায় ৭জন, খানসামা উপজেলায় ৬জন, নবাবগঞ্জ উপজেলায় ১২জন, চিরিরবন্দর উপজেলায় ২জন, পার্বতীপুর উপজেলায় ১৮জন, কাহারোল উপজেলায় ১০জন, বোচাগঞ্জ উপজেলায় ৮জন, হাকিমপুর উপজেলায় ২জন. ঘোড়াঘাট উপজেলায় ১৯জন, বিরামপুর উপজেলায় ৩জন, বিরল উপজেলায় ২৫জন, বীরগঞ্জ উপজেলায় ১২।
/ কুআ