দেশব্যাপীপরিবেশ ও সমাজস্বাস্থ্য এবং চিকিৎসাশিরোনামসব খবর

দিনাজপুর মেডিকেলের চিকিৎসক সহ ১৪ জন নতুন আক্রান্ত

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও কার্ডিলজি বিভাগের চিকিৎসক ডাঃ হাবিবুর রহমানসহ জেলার ৬টি উপজেলায় নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪১২ জনে।

দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানানরোববার (১৪ জুন) সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা করা হয়। পরীক্ষায় দিনাজপুর জেলার ৬টি উপজেলায় নতুন করে ১৪ জনের শরীরে নমুনা পজিটিভ পাওয়া যায়। এছাড়াও দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও কার্ডিলজি বিভাগের চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান করোনা আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৭ জনবোচাগঞ্জ উপজেলায় ২জনবিরল উপজেলায় ২জনফুলবাড়ী উপজেলায় ১জনবিরামপুর উপজেলায় ১জন ও চিরিরবন্দর উপজেলায় ১ জন রয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪১২ জনে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছেজেলায় মোট ৪১২ জন করোনা আক্রান্তের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১২৬জনকাহারোল উপজেলায় ১৩ জনবিরল উপজেলায় ৩৯জনবোচাগঞ্জ উপজেলায় ১৩জনপার্বতীপুর উপজেলায় ৩৪জনফুলবাড়ী উপজেলার ১৫জননবাবগঞ্জ উপজেলায় ২৫জনহাকিমপুর উপজেলায় ৫জনখানসামা উপজেলায় ২২জনবিরামপুর উপজেলায় ৩৩ জনঘোড়াঘাট উপজেলায় ৩১জনচিরিরবন্দর উপজেলায় ৩৭জনবীরগঞ্জ উপজেলায় ১৯জন রয়েছেন। এর মধ্যে ১৭ জন শিশু৯৮ জন নারী ও ২৯৭ জন পুরুষ।

এছাড়াও জেলায় ১৫৮ জন সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৩৫জনফুলবাড়ী উপজেলায় ৭জনখানসামা উপজেলায় ৬জননবাবগঞ্জ উপজেলায় ১২জনচিরিরবন্দর উপজেলায় ২জনপার্বতীপুর উপজেলায় ১৮জনকাহারোল উপজেলায় ১০জনবোচাগঞ্জ উপজেলায় ৮জনহাকিমপুর উপজেলায় ২জন. ঘোড়াঘাট উপজেলায় ১৯জনবিরামপুর উপজেলায় ৩জনবিরল উপজেলায় ২৫জনবীরগঞ্জ উপজেলায় ১২।

/ কুআ

দিনাজপুর ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

নাম: কুরবান আলী পিতা: মৃত: আব্দুর রশিদ মাতা: আনোয়ারা বেগম বর্তমান ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। স্থায়ী ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। জন্ম তারিখ: ২০-০৫-১৯৯৪ ইং মোবাইল নং: ০১৭৩৮-৫৫২০৬৪ রক্তের গ্রুপ: ও নেগেটিভ ই-মেইল: kurbanalli2010@gmail.com কুরিয়ার পাঠানোর ঠিকানা: হোটেল কনকর্ড (আবাসিক), গণেশতলা, দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *