কুড়িগ্রামে যুগ্ম জজ ও সার্কেল এসপি করোনায় আক্রান্ত
কুড়িগ্রামে নতুন করে সদর যুগ্ম জজ ও নাগেশ্বরী সহকারি পুলিশ সুপার সার্কেল করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৫ জনে দাঁড়ালো। আর ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৫৯জন।
এখনো হোম আইসোলেশন ও হাসপাতালগুলোতে ৪৬ জন চিকিৎসাধীন রয়েছেন। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত জেলার চর রাজিবপুর উপজেলা ছাড়া বাকী ৮টি উপজেলাতেই করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত রোগী রয়েছে পাওয়া গেছে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি উপজেলায়।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান সকলের উদ্দেশ্যে বলেন, বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ও সুরক্ষা সামগ্রী পরা, অপরিচিতসহ কাছের লোকজনকে এড়িয়ে চলা এবং সামাজিক দ‚রত্ব মেনে চলতে হবে। তবে তিনি এখনও অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না বলে দুঃখ প্রকাশ করেন।
/ খাইইঈ