সুনামগঞ্জের ৮টি উপজেলার ১৫ টি এলাকাকে রেডজোন
সুনামগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সুনামগঞ্জের ৮টি উপজেলার ১৫টি এলাকাকে রেডজোন করা হয়েছে।
আজ মঙ্গলবার থেকে আগামী তিন সপ্তাহর জন্য এসকল এলাকাগুলোতে কঠোরভাবে রেডজোনিং কার্যক্রম শুরু হয়েছে। জেলার সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জসহ ৮টি উপজেলার ১৫ টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
করোনা আপডেট ১৬, ০, ২০ সুনামগঞ্জ দিরাইথানার ওসি সহ আজ নতুন করে ৮৩ জন করোনায় সনাক্ত। সদর ১৬, ছাতক ১৭, জামালগঞ্জ ৭, দক্ষিণ সুনামগঞ্জ ২৪, শাল্লা ৭, দিরাই ৩, বিশ্বম্ভরপুর ৪, দোয়ারাবাজারের ৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬৪২ জন মৃত্যু ৪ সুস্থ হয়েছেন ১১৭ জন
রেড জোন করা এলাকাগুলোতে বিকেল ৪টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও গণপরিবহন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শুধুমাত্র ওষুধের দোকানগুলো সার্বক্ষণিক খোলা রাখা যাবে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪৬ জন।
/ মোআসা