নওগাঁ সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু
নওগাঁয় দুই দিনের ব্যবধানে আবারও সীমান্তে এক ব্যক্তিকে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এবার সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে বিএসএফের নির্যাতনে আব্দুল বারী (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার ১৭ জুন ভোরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারী উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের আবু বক্করের ছেলে।
স্থানীয়রা জানায়, গত রাতে আব্দুল বারীসহ একদল চোরাকারবারি আদাতলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় তাঁদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ তাড়া করে। এসময় দলের অন্য সদস্যরা পালিয়ে আসতে পারলেও আব্দুল বারী ফিরতে পারেনি।
পরে বিএসএফ তাঁকে ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতনের মরদেহ পুর্নভবা নদীর তীরে তারকাটার পাশে বাংলাদেশের সীমানায় ফেলে দেয়। বুধবার সকালে স্থানীয়রা নিহতের মরদেহ তারকাটার পাশে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে ১৬-বিজিবি আদাতলা ক্যাম্পের সুবেদার আব্দুল হান্নান জানান, রাতে চোরাকারবারিরা ভারতে প্রবেশের জন্য নদীর কিনারে যায়। এসময় বিএসএফ সদস্যরা তাঁদেরকে লক্ষ্য করে ককটেল ছোঁড়ে। ওই চোরাকারবারির দল বিজিবির তালিকাভুক্ত আসামী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার ওসি আব্দুল হাই জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে নির্যাতনের চিন্থ রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
/ আজু