সেভ ওয়াইল্ড: পাখি রক্ষার জন্য কাজ করে চলেছে সাতক্ষীরায়
ঘূর্ণিঝড় আম্পান যখন সাতক্ষীরা কয়রা উপকূলে আঘাত হানতে শুরু করে তখন মানুষের প্রাণ যায় কি না, সম্পদের কত ক্ষতি হয় সেসবের দুর্ভাবনায় দেশবাসী উদ্বিগ্ন ছিল।
করোনার মতো দুঃসহ সংক্রমণের কালে এসব হিসাব-নিকাশের করছে ঠিক তখনই একটু ব্যতিক্রম হলো সাতক্ষীরা জেলার একদল তরুণ ছেলেরা, সেভ ওয়াইল্ড নামে একটি সংগঠন তৈরি করে পাখি রক্ষার জন্য কাজ করে চলেছে।
শিকারিদের কাছ থেকে পাখি উদ্ধার সহ অসুস্থ পাখি পশু ডাক্তার দেখিয়ে সুস্থ করা এবং প্রকৃতির মাঝে সেগুলো মুক্ত করাই এদের কাজ। শুধু এই নয় পাখি গাছে থাকার জন্য নতুন করে বাসা তৈরি করা, অসুস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে নানান স্বেচ্ছাসেবক কাজে নিয়োজিত এই সংগঠনটি।
এই সংগঠনের প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী সদস্যরা আছে এই সংগঠনটি চলে শুধুমাত্র নিজেদের অর্থ দিয়ে এই মহামারী করোনা মধ্যে থেমে নেই তাদের কাছ প্রতিনিয়ত চলছে পাখি রক্ষার করার জন্য
/ জহাসা