সেই আরএমও‘র স্ত্রী-সন্তান-শ্বশুড়সহ জেলায় ১৭ জন নতুন করোনা আক্রান্ত
দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ সোহেল রানা করোনা আক্রান্তের ৪ দিন পর তার স্ত্রী- সন্তান ও শ্বশুড় করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও জেলায় ২৪ ঘন্টায় ঢাকার ১ চিকিৎসক, জেলার ১টি বেসরকারী হাসপাতালের নার্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী চালকসহ জেলার ৬টি উপজেলায় নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩২ নমুনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে দিনাজপুর জেলার নতুন ১৭ জন পজিটিভ রয়েছে। দিনাজপুর সদর উপজেলায় ৯জন, খানসামা উপজেলায় ৪ জন, বিরামপুর উপজেলায় ১ জন, পার্বতীপুর উপজেলায় ১জন, বীরগঞ্জ উপজেলায় ১জন ও নবাবগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৫৮ জনে।
তিনি আরও জানান, গত ১৩ জুন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ সোহেল রানার পজিটিভ পাওয়া যায়। এরপর তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে বুধবার তার স্ত্রী ডাঃ জিনাত আমান (৩৮), ছেলে জাওয়াদ ইব্রাহিম (১১) ও শ্বশুড় মোঃ জাবেদ আলী (৭০) এর করোনা পজিটিভ পাওয়া যায়। এছাড়াও ঢাকায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ডাঃ একেএম শাহজানুর আলম (৩৫), দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারের নার্স নাজনীন বেগম (৬২) ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী চালক মোঃ মানিক (৩৫) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলায় নতুন আক্রান্তরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন। তাদেরকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে।
/ কুআ