রংপুরে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
রংপুরের তাজহাটে সেলাই মেশিন মেরামতে টাকা না পেয়ে বাবা’র সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক মাদ্রসা ছাত্রী।
ঘটনাটি ঘটেছে নগরীর তাজহাট থানা এলাকার সিলিমপুর এলাকায়।পুলিশ সূত্রে জানাগেছে, সিলিমপুর এলাকার কৃষক আব্দুল মতিনের মেয়ে মারুফা বেগম (১৯) মাহিগঞ্জ এলাকায় একটি কামিল মাদ্রাসায় পড়ে।
তার সেলাই মেশিনটি নষ্ট হয়ে গেলে তা মেরামতের জন্য বাবার কাছে টাকা চায়। বাবা টাকা দিতে গড়িমসি করলে অভিমান করে বুধবার রাতে ঘরের তীরের সাথে গলার ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।তাজহাট থানার এসআই মামুন জানান, কারো কোন অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছেন।
/ রাচৌ