নওগাঁ মেডিক্যালের শিক্ষকসহ ১৫ জনের করোনা শনাক্ত
নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক শিক্ষক এবং অফিস সহকারিসহ জেলায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে- সদরে অবস্থিত নওগাঁ মেডিক্যাল কলেজের এক শিক্ষক ও এক অফিস সহকারীসহ পাঁচজন, রানীনগরের চারজন, মহাদেবপুরের দুইজন, সাপাহারের দুইজন এবং পোরশা উপজেলার দুই জন রোগী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ২৩৬ জনে।
শুক্রবার ১৭ জুন দুপুরে জেলা সিভিল সার্জন অফিসার ডা. আখতারুজ্জামান আলাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১৭৪ জন রোগীকে। এদের মধ্যে সদর উপজেলার ৫৫ জন, রানীনগরের ১৭ জন, আত্রাইয়ের ১ জন, মহাদেবপুরের ১৩ জন, মান্দার ৯ জন, বদলগাছীর ৫ জন, পত্নীতলার ৯ জন, ধামইরহাটের ৪ জন, নিয়ামতপুরের ১৮ জন, সাপাহারের ১২ জন এবং পোরশার ৩১ জন রয়েছেন।
এছাড়াও, ১৪ দিনের হোম কোয়ারেনটাইন শেষ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে ১৩৯ জনকে। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬১ জন। আর করোনা আক্রান্ত হয়ে এক শিশুসহ ৪ জন মারা গেছেন।
/ আজু