নাটোরে ৩৯০২ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী আটক র্যাব-১২‘র সদস্যরা
নাটোরের লালপুরে র্যাব-১২ এর বিশেষ মাদক বিরোধী অভিযানে ৩৯০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল কোম্পানী, র্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি চৌকষ আভিযানিক দল।
আটককৃত হলেন নাটোরের লালপুরের পুরাতন ঈশ্বরদী (এয়ারপোর্ট মোড়) শিবনগর গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে রবিউল ইসলাম। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ই জুন (বৃহস্পতিবার) বিকাল ৬ ঘটিকায় নাটোর জেলার লালপুর থানাধীন শিবনগর গ্রামস্থ জনৈক মৃত ফরিদ শেখ এর বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট হইতে ৩৯০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত আলামত সহ আটকৃত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
/ মোমই