কালিয়ায় করোনায় উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সহ ২ জনের মৃত্যু
করোনা উপসর্গে নড়াইলের কালিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিমল রায়সহ পুরুলিয়া গ্রামে দু’জনের মৃত্যু হয়েছে।

এছাড়া আজ শনিবার (২০ জুন) নতুন করে শনাক্ত হয়েছেন আটজন। এদিকে নড়াইল জেলায় আট চিকিৎসকসহ মোট করোনা রোগি শনাক্ত হয়েছেন ৮১ জন।
এর মধ্যে সুস্থ ২৩ জন। এছাড়া দু’জনের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, জ্বর, শ্বাসকষ্ট,কাশি নিয়ে করোনা উপসর্গে শনিবার (২০ জুন) সকালে নড়াইলের কালিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিমল রায় পুরুলিয়া গ্রামে মারা যান।
এদিকে, বিমল রায়ের প্রতিবেশি কার্তিক সরকারও (৩৭) করোনা উপসর্গে শুক্রবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা জানান, পুরুলিয়া গ্রামে মৃত বিমল রায়ের নমুনা সংগ্রহসহ যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।
/ শুস