চারঘাটে বিষপানে নারীর আত্মহত্যা
রাজশাহীর চারঘাট উপজেলার ফতেহপুর গ্রামে বিষপানে আত্মহত্যা করেছে এক নারী। শুক্রবার বিকেলে পরিবারের অগোচরে আমবাগানে স্বামী পরিত্যাক্ত মৃত কলিম উদ্দীনের মেয়ে ফাওজীয়া (৪০) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেন।
মডেল থানা ও পরিবার সূত্রে জানা যায়, নিহত ফাওজীয়া মানসিক ভারসাম্যহীন একজন নারী। গত ৪ বছর আগে তার স্বামী মজিবর রহমানের সহিত বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকে তিনি ফতেহপুরের বাসিন্দা তার ভাই আকবরের বাসায় বসবাস করতেন। মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় তার বিবাহ বিচ্ছেদ ঘটে বলে জানা যায়। শুক্রবার বিকেলে পরিবারের অগোচরে তিনি বিষপান করেন। বিষপান অবস্থায় আমবাগানে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তার পরিবারকে খবর দিলে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে তার মৃত্যু হয় বলে জানান ৪ নং ওয়ার্ড মেম্বার আয়ুবআলী। পরবর্তীতে লাশটি পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এব্যাপারে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিকরোগে ভুগছিলেন। এবিষয়ে চারঘাট মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।
/ নইবা