নওগাঁ হাসপাতালে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবি
নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ। শনিবার ২০ জুন দুপুরে শহরের মুক্তির মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একুশে পরিষদ নওগাঁ জেলা সভাপতি ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব এবং মুমূর্ষু রোগীদের জন্য আইসিইউ স্থাপনের জোর দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলার ৩০ লাখ জনগণের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী নওগাঁ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়েছেন। মহামারীর এই সময়ে জেলায় করোনা পরীক্ষার পিসিআর ল্যাব ও আইসিইউ না থাকায় বিপাকে পরতে হচ্ছে রোগীদের। জেলার সকল নমুনা এখন পাঠাতে হচ্ছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। যা অনেক ব্যয়বহুল, সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য বিষয়।
এছাড়াও, রাজশাহী হাসপাতাল থেকে রোগীর কাছে রিপোর্ট আসতে সময় লাগছে সাত দিনের বেশী। ফলে এখানকার সাধারণ জনগনকে পড়তে হয় বিপত্তিতে। এজন্য, জনগনের সুচিকিৎসায় অবিলম্বে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপন সকলের প্রাণের দাবী।
মানববন্ধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- একুশে পরিষদের সাধারণ সম্পাদক এম এম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ প্রমূখসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
/ আজু