রংপুর মেডিকেলে নমুনা পরীক্ষায় আরও ১২ জনের করোনা পজেটিভ
রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জন করোনা পজেটিভ এসেছে।
আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (২৮), মেডিকেল পূর্বগেটের এক চিকিৎসক (৪৬), মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩৮), বাহার কাছনার এক নারী (৪০), রথবাড়ি রোডের এক নারী (৫৫), এক যুবতী (২৩), ডাঙ্গিরপাড়ের এক পুরুষ (৪৩), মুলাটোলের এক পুরুষ (৩০), মিঠাপুকুরের এক বৃদ্ধা (৬৫), গঙ্গাচড়া গজঘন্টার এক নারী (৩৭)।
এছাড়া গাইবান্ধা গোবিন্দগঞ্জের এক পুরুষ (৪৬), সুন্দরগঞ্জের এক বৃদ্ধ (৭৫) আক্রান্ত হয়েছেন,শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ব্যক্তিদের করোনা পজেটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন রমেক অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত ৭৫৪ জন।
/ রাচৌ