আইন- আদালতজীবনশৈলীদেশব্যাপীশিরোনামসব খবর

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২ যাত্রী

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শহরমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। 

রোববার (২১ জুন) দুপুরে কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনায় নিহত দুই যাত্রীর একজন পুরুষ এবং অন্যজন নারী। তাদের দুইজনেরই আনুমানিক বয়স ৩২-৩৫ বছর।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম আরমান জানান, পটিয়া থেকে ২০-২২ জন যাত্রী নিয়ে মান্নান একপ্রেস নামের একটি বাস শহরের দিকে যাচ্ছিলো।
কলেজ বাজার এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বালুবাহী পিকআপর সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের নাম হুমাইরা মাহমুদ। তিনি চসিকের একটি প্রকল্পে কর্মরত। অন্যজন্যের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি জানান জাহিদুল ইসলাম আরমান।

এ র্ঘটনায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত বাকীজনরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান তিনি।

/ জুব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *