বেনাপোলে ভারতীয় বিএসএফের নির্যাতনে আহত অবস্থায় বাংলাদেশি যুবক উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে রাজু (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

উদ্ধারের পর তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (২১ জুন) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে তাকে উদ্ধার করা হয়। আহত রাজু শার্শা থানার লক্ষনপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

জানা যায়, সীমান্তের অবৈধ পথে বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে তার উপর নির্যাতন করে। পরে তাকে ইছামতি নদীর তীরে ফেলে রেখে যায়। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা এসে রাজুকে উদ্ধার করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, ভারত সীমান্তের ইছামতি নদীর তীরে এক যুবক পড়ে আছে এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বিজিবি একটি টহল দল নিয়ে তাকে উদ্ধার করা হয়। ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার কারণে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার এএসআই জেসমিন আক্তার জানান, বিজিবি সদস্যরা রাজু নামে এক যুবককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মামলা দিয়ে থানায় সোপর্দ করেছে। এসময় তার শাররীক অবস্থা খারাপ থাকায় তাকে পোর্ট থানা পুলিশ পাহারায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/ মোজাহো

Total Page Visits: 265 - Today Page Visits: 1

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares