ডা. রকিবের হত্যাকারিদের দ্রুত বিচার দাবিতে সুনামগঞ্জে বিএমএর প্রতিবাদ
সুনামগঞ্জ প্রতিনিধি: বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ বিএমএ’র আজীবন সদস্য ডা. মো. আব্দুর রকিব খানের হত্যাকারিদের দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের দাবিতে সুনামগঞ্জে প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।
রোববার (২১জুন) দুপুর ১২টায় সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সামনে সুনামগঞ্জ বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার উদ্যেগে দুই মিনিট নিরবতা পালনের মাধ্যমে এ প্রতিবাদ কর্মসূচীস পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শামস উদ্দিন, সাবেক সিভিল সার্জন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, ডা. বিশ্বজিৎ গোলদার, সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম, সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা.আব্দুল মোমেন প্রমুখ।
এ সময় প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণকারিরা ডা.মো.আব্দুর রকিব খানের হত্যাকারিদেও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
/ মোআসা