দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প
চট্টগ্রাম প্রতিনিধি : দেশে মাঝারি আাকারের ভূমিকম্প রোববার (২১ জুন) বিকেল ৪টা ৪৬মিনিট ২৫ সেকেন্ডে অনুভুত হয়েছে। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ রিকটার স্কেল।
এটির উৎপত্তিস্থল ভারত ও মায়ানমারের সীমান্ত এলাকায়। এই ভূমি কম্প হতে ঢাকা থেকে ২৭৯ কিলোমিটার। দেশের পূর্ব দিকে ছিল এর অবস্থান ।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া বিদ উজ্বল কান্তি ধর।
/ জুব