রংপুরে স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বাড়াতে বাম গনতান্ত্রিক দলের মানববন্ধন
রংপুরে স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বাড়াতে মানবন্ধন করেছে বাম গনতান্ত্রিক দল।
সম্প্রতি মহামারী করোনা ভাইরাসের সংক্রমন থেকে রংপুরবাসীকে বাঁচাতে স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বাড়ানোর দাবী জানিয়ে রোববার সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন ও সিভিল সার্জন হিরম্ব কুমার রায়ের কাছে স্মারকলিপি প্রদান করেন বাম গণতান্ত্রিক জোট।
রংপুর জেলায় সংক্রমিতদের শনাক্ত করতে বেশি করে নমুনা সংগ্রহ ও পিসিআর ল্যাব বাড়ানো, ১ হাজার শয্যার করোনা হাসপাতাল প্রস্তুত করাসহ সকল রোগীর চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানিয়েছে তারা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রংপুরে করোনা রোগীর জন্য আপদকালীন সময়ে ১ হাজার শয্যা প্রস্তুত (প্রয়োজনে প্রাইভেট হাসপাতাল বা বহুতল ভবন ভাড়া নিয়ে) রাখা, করোনা শনাক্তের জন্য জেলা শহরে প্রতিদিন ৫’শ ও উপজেলাতে ২০০ জনের নমুনা সংগ্রহনের ব্যবস্থা করা, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে করোনা রুগীর জন্য রংপুরে ভেন্টিলেশন মেশিন, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ, ফুল ফোর্স অক্সিজেন মাস্ক পোর্টেব্যল এক্সরে মেশিন এবং জরুরী ভিত্তিতে ১০ বেডের আইসিইউ-এর সংখ্যা ১’শ তে উন্নীত করা জরুরী।
বক্তারা আরও বলেন, করোনাকালে সকল রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঘরে ঘরে বা বাড়িতে গিয়ে করোনা রোগী ও সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ, পিসিআর মেশিনের সংখ্যা বাড়ানো এবং সুবিধাজনক একাধিক স্থানে নমুনা সংগ্রহের কেন্দ্র স্থাপন, করোনা ব্যতীত অন্য রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রাইভেট প্রাক্টিশনার চিকিৎসকগণের উপস্থিতি নিশ্চিত, ডাক্তারসহ চিকিৎসা সেবাদানকারী সকলের সুরক্ষা উপকরণ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।
এছাড়াও করোনা রোগীর ৩ শিফটে নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা করা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষন দিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেয়া, স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি জানান বাম নেতারা। রংপুর জেলা আহবায়ক আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি’র মহানগর সভাপতি রাতুজ্জামান রাতুল, জেলা বাসদ (মার্কস্বাদী) সদস্য আহসানুল আরেফিন তিতু, বাসদের জেলা সদস্য সচিব মমিনুুল ইসলাম প্রমুখ।
/ রাচৌ