রংপুর পিসিআর ল্যাবে নতুন ২৭ জনের করোনা পজেটিভ
রংপুর পিসিআর ল্যাবে নতুন ২৭ জনের করোনা পজেটিভ।
রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুইজন, জেলা পুলিশের এক সদস্য, তারাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মরত একজন, জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত একজন, সিটি করপোরেশনে কর্মরত একজনসহ নগরীর সিও বাজারের তিনজন, মুন্সিপাড়ার দুইজন ও আরকে রোড, কুটিপাড়া, সেনপাড়া, কামাল কাছনা, বাবুপাড়া, ধাপ সার্কিট হাউজ এবং জাহাজ কোম্পানি মোড় এলাকার একজন করে রয়েছেন।এছাড়া লালমনিরহাট পাটগ্রামে এক চিকিৎসকসহ পাঁচজন, গাইবান্ধার সাদুল্ল্যাপুরের তিনজন এবং কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ির একজন শনাক্ত হয়েছেন।
রোববার (২১ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এ কে এম নুরুন্নবী লাইজু। তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে রংপুরে ১৮ জন, লালমনিরহাটে ৫,গাইবান্ধায় ৩ এবং কুড়িগ্রাম জেলার ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৫ জন। মারা গেছেন ১৩ জন।
/ রাচৌ