রংপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন চতুর্থ শ্রেনীর ছাত্র
রংপুরে সড়ক দূর্ঘটনায় সাজেদুর রহমান (৯) নামে চতুর্থ শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
এ ঘটনা ঘটেছে পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের দাশিনগর রাঙ্গামাটি গ্রামে। সাজেদুর রহমান রাঙ্গামাটি গ্রামের আব্দুস সালামের ছেলে। সে পীরেরহাট রাহমানিয়া ফাযিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে রাস্তায় বাইসাইকেল চালাচ্ছিল সাজেদুর। সে হাফিজুর রহমান ইটাভাটা নামক স্থানে আসলে গোপালপুর থেকে আসা বালু বোঝাই মাহিন্দ্রা সাজেদুর রহমানকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় উত্তেজিত জনতা মাহিন্দ্রাকে আটক করে পুড়িয়ে দেয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।
/ রাচৌ