বেনাপোলের কৃতি গোলকিপার বনি পায়ের যন্ত্রনায় কাতরাচ্ছে বিছানায়
সানোয়ার হোসেন বনি (১৭)। যশোর মোহামেডান ফুটবল দলের গোলকিপার।
পাশাপাশি বিভিন্ন টুর্ণামেন্টে নুর ইসলাম ফুটবল একাডেমি ও নিজের উপজেলা হয়ে মাঠে গোল কিপারের দায়িত্ব পালন করে বনি।

গত ৯ মাস আগে গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টে ফাইনালে উঠে যশোরের শার্শা উপজেলা। সেখানে খেলতে গিয়ে হঠাৎ গোলকিপার বনি পায়ে মারাত্মক আঘাত পান। ধরাধরি করে নিয়ে আসা হয় বাসায়। সেই থেকে বনি বিছানায় পড়ে আছে। যশোর জেলার শ্রেষ্ঠ গোলকিপার বনি এখন মাঠ থেকে বিছানায় শুয়ে আছে। সারাদিন পায়ের যন্ত্রনায় কাতরাচ্ছে বনি। একটু সাহায্য বা সহানুভূতি নিয়ে কেউ এসে দাঁড়ায়নি তার বা পরিবারের পাশে।
এ অঞ্চলের কৃতি ফুটবলার বনি বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের মৃত চান্দু মিয়ার (ড্রাইভার) পুত্র। সে বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমিরও একজন দাপুটে ফুটবল খেলোয়ার। তার গোল কিপিং এর সময় অবিশ্বাস্য কিছু বল সেভ করে গোল বঞ্চিত করে প্রতিপক্ষ খেলোয়াড়কে হতাশ করেছেন। কিন্তু আজ সেই তুখোর গোলকিপার বনি এখন বিছানায় শুয়ে কাতরাচ্ছে। হতাশায় তাকিয়ে থাকে বিভিন্ন খেলায় পাওয়া ট্রফিগুলোর দিকে। বনির পায়ের উন্নত চিকিৎসার প্রয়োজন। শেষ সম্বল যা ছিল তাই বিক্রি করে স্থানীয় ভাবে চিকিৎসা করিয়ে নি:স্ব অসহায় এই পরিবারটি। ঢাকায় উন্নত চিকিৎসা করালে বনি আবারও ফিরবে খেলার মাঠে ডাক্তাররা সে কথাটি জানিয়েছেন।

পিতাহারা ফুটবলার বনির চোখের পানি সহ্য করতে পারছে না অসহায় মা। অর্থের অভাবে ছেলের চিকিৎসা করতে পারছে না। মায়ের আশা তার ছেলে সুস্থ্য হয়ে আবারও মাঠে গিয়ে খেলবে। কিন্তু তা সম্ভব হচ্ছে না শুধু অর্থের জন্য। দেশ-বিদেশের সকলের কাছে বনি এবং তার মা চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। সবার সাহায্য সহযোগিতায় উন্নত চিকিৎসায় আবারো মাঠে ফিরবে বনি এমনটি ভাবছে তার সহযোগী খেলোযাড়রা।
গোলকিপার সানোয়ার হোসেন বনি জানান, বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্ণামেন্টে শার্শা জোনের ফাইনাল খেলায় পায়ে গুরুতর আঘাত পেয়ে ৯ মাস যাবত শষ্যাশায়ী। দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। আমি আপনাদের কাছে দোয়া ও সাহায্য প্রার্থী। আমি সুস্থ্য হতে চাই। আমি আবারও ফিরতে চাই ফুটবল মাঠে। আমার পায়ের উন্নত চিকিৎসার প্রয়োজন। আর্থিক অবস্থার কারণে আমি চিকিৎসা করাতে পারছি না। আমি আমার স্বপ্ন প্রতিষ্ঠা করতে চাই। ইনশাল্লাহ সুস্থ্য হয়ে একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চাই।

বনির মা মঞ্জুয়ারা বেগম জানান, আমার ছেলে এর আগে অনেক খেলায় ট্রফি জিতে সুনাম বয়ে এনেছে। তার এই বিপদের দিনে সমাজের বিত্তবান ও যারা ফুটবলকে ভালোবাসে সে সকল মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। যাতে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো যায়। তিনি সমাজের বিবেকবান সংবাদমাধ্যম কর্মীদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বনির উন্নত চিকিৎসা এবং তার সংসার চালানোর জন্য মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
বনির ফুটবল কোচ সাবেক জাতীয় ফুটবলার সাব্বির আহম্মেদ পলাশ বলেন, বনি একজন ট্যালেন্ট দক্ষ ফুটবলার ও প্রতিটি ম্যাচে গোল কিপিং-এ অসাধারণ ভূমিকা রেখেছেন। বনি পায়ের ইনজুরির জন্য দীর্ঘ নয় মাস ফুটবল থেকে দূরে রয়েছেন। পিতা হারা মায়ের সংসারে বনির উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন। তিনি সমাজের বিত্তবান ও ফুটবল প্রেমীদের কাছে বনির চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান।
কেউ বনির জন্য সাহায্য পাঠাতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। বিকাশ নাম্বার- ০১৪০২২৬১৫০৬ ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারঃ ৪২১৮৭১৯৫০৪০০০, মো: সাব্বির আহমেদ পলাশ, এবি ব্যাংক, বেনাপোল, যশোর শাখা।
/ মোজাহো