মাশরাফির রোগমুক্তি কামনা করে নড়াইলে দোয়া ও বিশেষ প্রার্থনা
বাংলাদেশ ক্রিকেট দলের সফল সাবেক অধিনায়ক ও নড়াইল-২আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জার আশু রোগমুক্তি কামনা করে নড়াইলে দোয়া ও বিষেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আছর নামাজের পর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে শহরের মহিষখোলা ডায়াবেটিস হাসপাতাল জামে মসজিদ ও জেলা জজকোর্ট জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয় এবং সোমবার সন্ধ্যায় সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে শহরের রুপগঞ্জ বাজার কালীবাড়ী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, ফাউন্ডেশন কর্মকর্তা এম এম কামরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদুল্লাহ হলের ভিপি হোসাইন আহম্মেদ সোহানসহ অনেকে এবং প্রার্থনা অনুষ্ঠানে সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, ছাত্রলীগ নেতা অন্তু কাপুড়িয়াসহ অনেক।
/ শুস