রংপুরে পালিত হলো আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রধান দল আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী রংপুর নগরীতে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে।
আজ মঙ্গলবার নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রংপুর মহানগর আওয়ামীলীগ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু করে। সকাল ১১ টায় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সংক্ষিপ্ত আলোচনায় রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এডভোকেট দিলশাদ মুকুল, শফিকুল ইসলাম রাহেল, রংপুর মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন প্রমুখ।
অন্যদিকে, রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নগরীর বেতপট্রিস্থ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এতে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুসহ রংপুর জেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
/ রাচৌ