সুনামগঞ্জে আরো ৪৯ জন আক্রান্ত হয়েছেন
সুনামগঞ্জে আজ আরো ৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে সুনামগঞ্জ সদরে ৭জন, ছাতকে ১২জন, দোয়ারা বাজারে ৯জন, জগন্নাথ পুরে ৭জন, দক্ষিণ সুনামগঞ্জে ২জন, জামালগনজে ২জন, শাললা ১ জন, বিশ্বম্ভর পুরে ৩জন, ও তাহির পুরে ৬জন।
সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৮৬টি নমুনা পরীক্ষা করে আরো ৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২২৮জন।
মারা গেছেন ৫ জন। তাদের মধ্যে ৩জন ছাতকের একজন জামালগনজের ও একজন দক্ষিণ সুনামগঞ্জের বাসিন্দা।
এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৭৪।
/ মোআসা