করোনা যুদ্ধে হেরে গেলেন ডা. সমিরুল
করোনায় সংক্রমিত হয়ে মুত্যুবরণ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলাম বাবু।
বুধবার (২৪ জুন) দুপুর ২টা ২০ মিনিটের দিকে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের জিএম সেলিম উদ্দীন। তার দুই সন্তান রয়েছেন। তার স্ত্রীও চিকিৎসক।
স্বাচিপ নেতা ডা. আ ন ম মিনহাজুর রহমান বলেন, তিনি ভালো হয়ে উঠছিলেন। মেট্রোপলিটন হাসপাতালের একটি কেবিনে তাকে অক্সিজেন সাপোর্ট দিয়েই চিকিৎসা দেওয়া হচ্ছিল। হঠাৎ সকালের দিকে তার অবস্থার অবনতি হয়। পরে আইসিইউতে নিয়ে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় তাকে। আইসিইউতে নেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে তিনি মারা যান। সমিরুল ইসলাম বাবুসহ এ পর্যন্ত আটজন চিকিৎসক করোনায় মারা গেছেন।
/ জুব