বিশ্বম্ভরপুরে সলুকাবাদ ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপন
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি’র বরাদ্ধকৃত ত্রাণ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর ও কাবিটা) ২০১৯- ২০ অর্থ বছরের আওতায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সলুকাবাদ ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন করেন,বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির।
এ সময় উপস্থিত ছিলেন, টিএমএসএস এরিয়া পরিচালক, ফজলুর রহমান, আওয়ামীলিগ নেতা, নয়ন, সুহেল, সাইফুল, ফুলমিয়া, নাচ্ছু ডাক্তার, মোবারক, শাহপরান, সাজিদ মিয়া, হাবিবুর রহমান, জাপা নেতা, বাদল মিয়া, ফাইজুর রহমান, ইসমাইল, বাপ্পি, কোরবান
/ মোআসা