সৌদির সাম্মাম ফল চাষে স্বাবলম্বী হতে পারে নওগাঁর আত্রাই উপজেলার কৃষকরা
সৌদির সাম্মাম ফল চাষে স্বাবলম্বী হতে পারে নওগাঁর আত্রাই উপজেলার কৃষকরা। ফলটি মূলত মধ্যপ্রাচের দেশ সৌদি আরবে চাষ হয়ে থাকে। দাম ভাল, আর রোগবালাইও কম। তাই এই রসালো, মিষ্টি ও সুস্বাদু ফলটি ছোট বড় সকলের কাছে গ্রহনযোগ্যতা লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন-আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে. এম কাওছার হোসেন।
তিনি জানান, সাম্মাম মূলত তরমুজের ন্যায় একটি শংকর ফল। এই ফলসহ গাছে পোকা-মাকড়ের আক্রমণ খুবই কম। ফলটি খেতে মিষ্টি ও সুস্বাদু। তাই এই অঞ্চলে বেশ চাহিদা রয়েছে ফলটির।
তিনি আরও জানান, প্রত্যেকটি সাম্মান ফল দুই থেকে আড়াই কেজি ওজনের হয়ে থাকে। এই এলাকায় নতুন ফল এবং চাহিদা থাকায় প্রতি কেজি পাইকারী একশ টাকা আর খুচরায় দেড় থেকে দুইশ’ টাকায় বিক্রি হয়েছে। প্রথম মৌসুমেই ওই কৃষকটি প্রায় এক টন সাম্মাম ফল উৎপাদন করেছেন। গাছে খুব কম সার ও কীটনাশক দিতে হয়। গাছ রোপণের তিন মাসের মাথায় ফল পাওয়া যায়।
/ আজু