রংপুরে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লকডাউন
রংপুরে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পায়রা চত্ত্বর শাখাকে লকডাউন করেন। ব্যাংকের ৪ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় করোনা সংক্রমন এড়াতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এ শাখাটিকে লকডাউন করেন।
ব্যাংক ম্যানেজার জানান, গত ৩ দিনে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পায়রা চত্ত্বর শাখার ৪ কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। সেই সাথে এ শাখার ১০ জন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ্য হলে তাদেরকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়।
ব্যাংকের ৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের বিষয়টি সিটি কর্পোরশন, সিভিল সার্জনসহ ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষ জানলেও তারা শাখা লকডাউনে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গণমাধ্যম কর্মীরা ব্যাংকে গিয়ে স্বাভাবিক লেনদেন দেখতে পান। এ সময় সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যাংকের শাখাটিকে লকডাউন করার কথা বলেন।
এদিকে, সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসে ব্যাংকের সামনে লাল পতাকা ও লকডাউন লেখা সমৃদ্ধ একটি কাগজ ঝুলিয়ে দেন। সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মাহমুদ হাসান জানান, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিষয়টি জানার পর অতি দ্রুত এ শাখাটি লকডাউনের ব্যবস্থা নেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ শাখার সকল কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি।
/ কাজাজা