দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজসব খবর

সাভারে সিটিএসবির আবসরপ্রাপ্ত কর্মকর্তাকে আহত করেছে সন্ত্রাসীরা

রাজধানীর সন্নিকটে সাভারে সিটিএসবির আবসরপ্রাপ্ত এক কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহত সিটিএসবির আবসর প্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারেক (বারী) সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা শুক্রবার আজ দুপুরে  জানায়, ব্যাংক টাউন এলাকায় বসবাসরত রায়হান শরীফ নামক ব্যাক্তি বাল্য বিবাহ করার প্রস্তুতিকালে বিষয়টি প্রশাসনকে জানাতে চাইলে রায়হান শরীফ সহ চার পাচজন তার ওপর হামলা করে। এসময় তাকে ধরে ধরে নিয়ে এলাপাথারি পিটিয়ে রক্তাক্ত ও জখম করে তারা।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় সিটিএসবির আবসর প্রাপ্ত কর্মকর্তার স্ত্রী বাদি হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/ ইহো

emranhossen360@gmail.com

MD. IMRAN HOSSAIN 70/1, Ganda, Savar, Dhaka-1230 Cell: +8801515202960, +8801676936016 E-mail: emranhossen360@gmail.com Father’s name : Khondakar Mohiuddin Mother’s name : Josna Begum DOB: 13 January 1997 NID: 10951764123 Blood Group: A + Education: Diploma-In-Engineering Electrical

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *