বাড়ছে তিস্তার পানি, রংপুরের গঙ্গাচড়ায় ৫’শত পরিবার গৃহবন্দী
ধেয়ে আসা উজানের ঢলে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধিতে বন্যায় চরাঞ্চলে প্রায় ৫’শত পরিবার পানি বৃদ্ধির কারণে গৃহবন্দী হয়ে পড়েছে।
ভেঙ্গে যাচ্ছে বিনবিনা এলাকার পাকা সড়ক।
জানা গেছে, উজানের ঢল ও ভারী বর্ষনে গত বৃহস্পতিবার থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। পানি বৃদ্ধির কারণে উপজেলার ৭ ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তার প্রায় ১৫টি চরে বসবাসকারি প্রায় ৫’শত পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকায় বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে।
পাকা রাস্তা ভাঙ্গন হুমকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে বিনবিনা থেকে তুষভান্ডার যাওয়া পাকা রাস্তার প্রায় ৫’শ ফিট ভেঙ্গে গেছে। জানা গেছে , লক্ষীটারী ইউনিয়নের শংকরদহ, চরইচলী, কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, চর মটুকপুর, নোহালী ইউনিয়নের বাগডোহরা, চর নোহালী, কচুয়া এলাকার প্রায় ৫’শপরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। বাড়িঘরে পানি উঠায় বিনবিনা এলাকায় কিছু লোক গবাদিপশু সহ রাস্তায় আশ্রয় নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় শুক্রবার সকালে ডালিয়া পয়েন্টে তিস্তা পানি বিপদসীমার ২০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধির বিষয়ে নিশ্চিত করে কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন রাজু বলেন, বিনবিনা এলাকায় ১’শ পরিবার পানি বৃদ্ধির কারনে গৃহবন্দী হয়ে পড়েছে। ভেঙ্গে যাচ্ছে বিনবিনা এলাকার পাকা রাস্তা।
লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, তার ইউনিয়নের শংকরদহ, ইচলি, জয়রামওঝা ও বাগেরহাট এলাকায় ৪’শ পরিবার পানি বৃদ্ধির কারনে গৃহবন্দী হয়ে পড়েছে। পানি এখনো বৃদ্ধির দিকে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চত করে বলেন, সকালে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২০ সে.মি.উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
/ রাচৌ