রংপুর মেডিকেলে নমুনা পরীক্ষায় নতুন ২৭ জনের করোনা পজেটিভ
রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৭ জনের করোনা পজেটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে রংপুরে ১৮, গাইবান্ধায় ৭, কুড়িগ্রামে ১, লালমনিরহাটের ১ জন রয়েছে- রংপুর পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য (২৮), রংপুর মেডিকেল কলেজ চিকিৎসাধীন গঙ্গাচড়ার এক নারী (৪৫), বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত এক পুরুষ (৫৫), ধাপ পপুলারের এক যুবক (১৯), দর্শনা ব্র্যাক অফিসের কর্মরত এক পুরুষ (৪৩), বাবুখাঁর এক যুবক (২৫), কেল্লাবন্দের এক যুবক (২৫), আরকে রোডের এক বৃদ্ধা (৬০), মাহিগঞ্জ রথবাড়ির এক পুরুষ (৩৭), কেরানীপাড়ার এক পুরুষ (৩৮), এক বৃদ্ধ (৬০), বনানীপাড়ার এক পুরুষ (৩৮), পীরগঞ্জ উপজেলার এক পুরুষ (৩২), মিঠাপুকুরের এক পুরুষ (৫৫), এক নারী (৫০), এক যুবক (১৯), এক বৃদ্ধ (৮০), গঙ্গাচড়ার এক যুবক (২৮)।
এছাড়া গাইবান্ধা পলাশবাড়ি জামালপুরেরর এক কিশোরী (১৪), এক যুবক (২২), এক নারী (৩৮), গাইবান্ধা সদরের এক যুবক (২৮), সুন্দরগঞ্জের এক পুরুষ (৫৮), গোবিন্দগঞ্জের কাটাবাড়ির এক যুবক (১৯), অপর যুবক (২৯), কুড়িগ্রামের এক নারী (৩২) ও লালমনিরহাট পাটগ্রামের এক পুরুষ (৪২) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ব্যক্তিদের করোনা পজেটিভ আসে।
এই তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একে.এম নুরুন্নবী লাইজু। রংপুর সিভিল সার্জন তথ্য মতে, রংপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৫৪ জন।
/ কাজাজা