সুনামগঞ্জে বন্যার পদধ্বনি, নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত
সুনামগঞ্জে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও ভারি বৃষ্টি পাতের কারণে সুনামগঞ্জের নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত ২৪ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টি পাত ১৫৩ মিলিমিটার।
সুরমা নদীর পানি বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টায় বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাবিবুর রহমান জানান ভারতের চেরাপঞ্জিতে প্রবল বৃষ্টি পাত হচ্ছে আর সেই বৃষ্টির পানি আমাদের নদ নদীতে আসছে।
তিনি আরো বলেন যদি ভারতের চেরাপঞ্জিতে আরো বৃষ্টি হয় তাহলে আমাদের বন্যার আশংকা রয়েছে। তিনি বলেন গত ৭২ঘণ্টায় ভারতের চেরাপঞ্জিতে ৯০২মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সুনামগঞ্জের নিচু এলাকায় পানি পানি প্রবেশ করেছে। স্থানীয় লোকজন অবশ্য ভিন্ন কথা বলছেন, তাদের মতে এটি স্বাভাবিক বর্ষা, বন্যার কোন আলামত নেই।
সুনামগঞ্জ বিশ্বম্ভর পুর সড়কের লালপুরে পানি প্রবেশ করে যানবাহন চলাচল বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং জনগণের ভোগান্তি হচ্ছে ।
/ মোআসা