দিরাইয়ে যাত্রীবাহি নৌকা ডুবে ২জন নিহত
সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা ডুবে দুজন নিহত হয়েছে।
তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। একজনের বয়স ৫০-৬০ এর মধ্যে আরেকজন শিশু বয়স আনুমানিক ১২-১৩।
ধারণা করা হচ্ছে তারা একই পরিবারে লোক। আজ শনিবার সকাল ১০ঘটিকায় দিরাই থেকে ছেড়ে ধল যাওয়ার পথে বেলা পৌনে ১১টার দিকে উজানধল গ্রামের পাশে কালণী নদীতে যাত্রীবাহী নৌকাটি ঝড়র কবলে পড়ে ডুবে যায়।
দিরাই থানাভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। আর কেউ নিখোঁজ রয়েছে কি না তা দেখা হচ্ছে। নৌকার মালিক ধল গ্রামের সুজন মিয়া।
/ মোআসা