নওগাঁয় বিচারক ও চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৬৪
করোনা ভাইরাসে (কভিড-১৯) নওগাঁয় দুই বিচারক ও পাঁচজন চিকিৎসকসহ নতুন করে আরও ৬৪ জন ব্যক্তির এই রোগ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৩৮৬ জনে দাঁড়ালো। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৫ জন আর মারা গেছেন চারজন।
নতুন করে আক্রান্তদের মধ্যে-সদরের নওগাঁ ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মিয়া ও সিরাজুল ইসলামসহ উনিশজন, সাপাহারের চার চিকিৎসকসহ সতেরোজন, মান্দার এক চিকিৎসকসহ পাঁচজন, বদলগাছীর এগারো জন, মহাদেবপুরের চারজন, পোরশার চারজন, পত্নীতলার দুইজন, রাণীনগরের একজন ও নিয়ামতপুরের একজন রোগী রয়েছেন।
নওগাঁর সিভিল সার্জন অফিসার ডা. আখতারুজ্জামান আলাল শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেলে এক ই-মেইলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার ল্যাব ও বগুড়ার টিএমএসএস হাসপাতাল ল্যাব থেকে ৪৫৭টি নমুনা পরীক্ষার ফলাফল আসে।
এতে ঢাকার ৩৯২টির মধ্যে ৬১ জনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে একজন করোনা রোগীর দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ এসেছে। আর বগুড়ায় ৬৫টি নমুনা পরীক্ষার মধ্যে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, জেলায় গত ২৩ এপ্রিল রাণীনগর উপজেলায় এক স্বাস্থ্যকর্মী সর্বপ্রথম এই রোগে আক্রান্ত হয়েছিলেন।
/ আজু