মাশরাফি ও তার ভাই মোরসালিন মোর্ত্তজা সিজারের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
নড়াইল পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে মাশরাফি ও তার ভাই মোরসালিন মোর্ত্তজা সিজারের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
বাংলাদেশ ক্রিকেট দলের সফল সাবেক অধিনায়ক ও নড়াইল-২আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা ও তার ভাই মোরসালিন মোর্ত্তজা সিজারের সুস্থতা কামনা করে নড়াইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাগরিব নামাজের পর নড়াইল পাবলিক লাইব্রেরীর আয়োজনে পাবলিক লাইব্রেরীতে এ দোয়া পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, লাইব্রেরীর সাধারন সম্পাদক এ্যাডভোকেট বশিরুল হক বশির, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার পিতা গোলাম মোর্তুজা স্বপন, এ্যাডভোকেট মহামুদুল হাসান কায়েস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক এস,এম পলাশ, লিখন, লিকু, অপু খন্দকার, সাইফুল খন্দকার প্রমুখ।
লাইব্রেরীর সাধারন সম্পাদক এ্যাডভোকেট বশিরুল হক বশির বলেন,‘বাংলাদেশের তরুণ প্রজন্মের উদীয়মান নেতা,নড়াইলের সর্বস্তরের মানুষের আশার আলো মাশরাফি বিন মর্তুজা এমপি ও তার ভাই মোরসালিন মোর্ত্তজা সিজার করোনায় আক্রান্ত হওয়ায় আমরা গভীরভাবে চিন্তিত ও মর্মাহত। দেশরতœ শেখ হাসিনার অনুপ্রেরণায় করোনাকাল থেকে তিনি ও তার ভাই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আশা করি তিনারা আল¬াহর অশেষ রহমতে নড়াইল তথা দেশবাসীর দোয়ায় আবারও সুস্থ হয়ে কল্যাণকর কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮জুন) রাত থেকে মাশরাফি জ্বর অনুভব করেন। পরেরদিন শুক্রবার বিকেলে ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করেন। শনিবার বিকেলে তাঁর করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে। গতকাল মোরসালিন মোর্ত্তজা সিজারের ও করোনা পজেটিভ হয়।
/ শুস