রংপুর চিকিৎসক পুলিশসহ নতুন ৩২ জনের করোনা পজেটিভ
রংপুর মেডিকেলে নমুনা পরীক্ষায় চিকিৎসক পুলিশসহ নতুন করে ৩২ জনের করোনা পজেটিভ এসেছে।
রংপুরে ১৮ , গাইবান্ধায় ৮ , লালমনিরহাটে ৪ , কুড়িগ্রামে ১ এবং নীলফামারীতে ১ জন।
আক্রান্তরা হলেন, নগরীর পশ্চিম গুড়াতিপাড়ার এক বৃদ্ধ (৬৬), পিটিসি’র এক পুরুষ (৩০), রংপুর সিটি কর্পোরেশনের এক নারী (৩৩), লালবাগের এক পুরুষ (৫০), ধাপ আরকে রোডের এক নারী (৩০), কামাল কাছনার এক যুবক (২৩), এক নারী (৫৬), এক কিশোরী (১৫), শালবন মিস্ত্রিপাড়ার এক যুবক (২৯), ইসলাপুরের এক চিকিৎসক (২৮), অগ্রনী ব্যাংক কেল্লাবন্দের এক পুরুষ (৫৭), সদর রামপুরার এক পুরুষ (৫২), মিঠাপুকুর জয়দেবপুরের এক পুরুষ (৩২), তারাগঞ্জের শাহপাড়া এক পুরুষ (৪০), কাউনিয়া থানা পুলিশ এক সদস্য, ধুমের কুঠির এক যুবক (২৮), হারাগাছ গফুরটারীর এক যুবক (২৮), অপর যুবক (২০)।
এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক পুরুষ (৩৮), অপর পুরুষ (৩৮), অপর পুরুষ (৪৩), আরেক পুরুষ (৫৩), ফুলবাড়ি এলাকার এক পুরুষ (৩৩), ফুল পুকুরিয়ার এক পুরুষ (৪৬), সদর সুখনগরের এক পুরুষ (৫৫), ইসমত মালিবাড়ির এক পুরুষ (৩০), লালমনিরহাট হাতিবান্ধা সিঙ্গিমারীর এক পুরুষ (৫৭), এক নারী (৫০), লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালের এক পুরুষ (৩৪), লালমনিরহাটের অপর পুরুষ (৪৮), কুড়িগ্রাম রাজারহাটের এক যুবক (২৮), নীলফামারী ডোমার কলেজপাড়ার এক পুরুষ (৪৭)।
শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ব্যক্তিদের করোনা পজেটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৮৭২ জনে।
/ কাজাজা