সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে
সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।
আজ রোববার সকাল ৬টায় সুরমা নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। দুপুর ১২টায় তা ৭ সেন্টিমিটার কমে ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে ২১৩মিলিমিটার।
সুনামগঞ্জ শহরের প্রায় ৮০ ভাগ বাড়ি ঘরে পানি প্রবেশ করে। অনেকের আঙ্গিনায় পানি থৈ থৈ করছে। শহরের গাড়ি চলাচল কারী সড়কের অধিকাংশেই নৌকা চলাচল করছে। ছাতক গোবিন্দ গঞ্জ সড়কের মুফতির গাঁও এর ফায়ার সার্ভিস অফিসের সামনের সড়কে পানি বেশি থাকায় যান চলাচল বন্ধ আছে, তথ্যটি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবীর।
ধর্ম পাশার ইউএনও মুনতাসীর হাসান পলাশ জানান উপজেলার সব ইউনিয়ন প্লাবিত। তবে মধনগর ,দক্ষিণ বংশী কুন্ডা,জয়শ্রী, সেলবরষ, ও চামারদানি এই ৫টি ইউনিয়নের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাঠান পাড়া, গড়কাটি ,ও সোহালা বেরীবাধঁ হুমকির সম্মুখীন। স্থানীয় লোকজন এ গুলো মেরামত করছে। বাঁধ গুলো ভেঙ্গে গেলে বাদাঘাট সহ অনেক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আমনের বীজ তলা তলিয়ে যাওয়ায় জমি চাষাবাদ ও বীজ বপন অনিশ্চিতের আশংকা করছেন কৃষকরা। জেলা প্রশাসক এর বাসভবনের নীচতলা ও মরমী কবি হাসন রাজার মিউজিয়ামেও পানি উঠেছে।
জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ জানিয়েছেন জেলায় মোট ৭৮টি কনটরোলরুম খোলা হয়েছে। সকল ইউএনও দের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।
/ মোআসা