চারঘাটে বিনামূল্যে বীজ/ চারা ও সারসহ কৃষি উপকরন বিতরন
২০১৯- ২০ অর্থবছরে খরিপ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি, পুষ্টি, বাগান স্থাপনের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলা ভিত্তিক ১ শত ৫২ জনকে বিনামূল্যে বীজ/ চারা,সার ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ/চারা ও সারসহ কৃষি উপকরন বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরা, উপজেলা কৃষি কর্মকর্তা মনজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম ও উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদসহ সাংবাদিকবৃন্দ।
/ নইবা