দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীসর্বশেষসব খবর

চারঘাটে বিনামূল্যে বীজ/ চারা ও সারসহ কৃষি উপকরন বিতরন

২০১৯- ২০ অর্থবছরে খরিপ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি, পুষ্টি, বাগান স্থাপনের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলা ভিত্তিক ১ শত ৫২ জনকে বিনামূল্যে বীজ/ চারা,সার ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ/চারা ও সারসহ কৃষি উপকরন বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরা, উপজেলা কৃষি কর্মকর্তা মনজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম ও উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদসহ সাংবাদিকবৃন্দ।

/ নইবা

চারঘাট (রাজশাহী) করেসপনডেন্ট

Md. Nazrul Islam (Bachu) Email: bachucharghat24@gmail.com Mobile: 01712-130672 Fathers Name: Md. Ther Uddin Kobiraj Mother’s Name: Late Jhohura Begum Address: Charghat Sador, Word- 6, Charghat, Rajshahi 6270 Date of Birth: 23/10/1974 Educational Qualifications: BSc Experience: 13 years in Daily Jaijaidin & Sonardesh NID: Blood Group:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *