নওগাঁয় ২মণ গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী আটক
গোপন সংবাদে নওগাঁর মান্দা উপজেলায় ৮১ কেজি চারশ’ গ্রাম গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)। মঙ্গলবার ৩০ জুন সন্ধ্যায় মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরীঘাট নামক স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদের আটক করা হয়।
আটক গাঁজার আনুমাণিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩২ লক্ষ টাকা। এসময় তাঁদের সাথে থাকা একটি প্রাইভেট কার, ৩টি মোবাইল সেটসহ নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।
আটকরা হলেন-কুমিল্লার উত্তর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৩৯) এবং একই জেলার বি পাড়া গ্রামের মোসলেমের ছেলে মিজানুর রহমান মিজান (৩০)।
রাজশাহী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় গোপন সংবাদে র্যাব-৫ মান্দা উপজেলার ফেরিঘাটে অভিযান পরিচালনা করে। এসময় দুই মণ গাঁজা ও একটি প্রাইভেট কারসহ দুই মাদকব্যসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ এবং অন্যান স্থানে সরবরাহ করার স্বীকার করেছেন। উদ্ধারকৃত গাঁজার আনুমাণিক মূল্য ৩২ লক্ষ ৫০ হাজার টাকা। র্যাব ওই দুই মাদকব্যবসায়ীকে মান্দা থানায় সোপার্দ করেছে।
এ ব্যাপারে মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
/ আজু