গণবিরোধী নীতির বিরুদ্ধে নওগাঁয় বাম দলের মানববন্ধন
স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনাসহ সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বামদল। নওগাঁ জেলা শাখার উদ্যেগে বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে বাম গণতান্ত্রিক জোট শহরের ব্রিজের মোড়ে স্বাধীনতার ভাষ্কর্যের সামনে এই কর্মসূচী পালন করে।
এতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট নওগাঁর সমন্বয়ক ও সিপিবি’র নওগাঁর সভাপতি অ্যাডভোকেট মহসিন রেজা।
মানববন্ধনে বক্তরা বলেন, সরকার স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা বন্ধ করে সবার জন্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, বিনামূল্যে সকল নাগরিকের জন্যে করোনা পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও, রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের চক্রান্ত, যখন তখন খুশিমত জ্বালানির দাম সংসদে বৃদ্ধির জন্যে সংসদে উত্থাপিত বিল প্রত্যাহারসহ সরকারের নানান গণবিরোধী নীতির বিরুদ্ধে দাবি জানানো হয়।
এতে আরও বক্তব্য দেন-বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, সিপিবি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিপিবি’র সাবেক সভাপতি প্রদ্যুত ফৌজদার, নওগাঁ জেলা আদিবাসী ইউনিয়ন পরিষদের সভাপতি রেবেকা সরেন এবং কৃষক নেতা মুক্তিযোদ্ধা মুনসুর রহমান প্রমূখ।
/ আজু