জামালগঞ্জে বন্যা দুর্গতদের পাশে এমপি শামীমা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বন্যা দুর্গত দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ ও সিলেট সংরিক্ষত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার।
শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা অবধি জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের কামিনীপুর, মোমিনপুর, ভুঁইয়ার ঘাট, বেহেলী ইউনিয়নের বাঘাদি, গোপালপুর উমেদ নগর, আছানপুর, মসনাকানদি ও হরিনাকানদি সহ বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মাঝে ১০ কেজি করে চাল ও শুকনো খাবার সামগ্রী ২২০ পরিবারের মাঝে বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিনদি রাজু, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সামসুল আলম, জয় কিশোর, ভীমখালী কৃষকলীগ সভাপতি আলাউদ্দিন, জামালগঞ্জ সদর সভাপতি শিরিন তালুকদার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, জামালগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র লীগ সভাপতি হুমায়ূন কবির, শেরন মিয়া, মামুন মিয়া, আং রকিব ও সানতু মিয়া।
/ মোআসা