সুনামগঞ্জে বাউল একাডেমী ও বাউল পল্লী নির্মানের দাবিতে স্মারকলিপি প্রদান

সুনামগঞ্জে বাউল দের জন্য বাউল একাডেমী ও বাউল পল্লী নির্মানের দাবিতে পরিকল্পনা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

সুনামগঞ্জে বাউল গীতিকবিদের জন্য আলাদা ভাবে কোন বাউল একাডেমী ও বাউল দের জন্য আবাসনের ব্যবস্থা নেই। অথচ সুনামগঞ্জ রাধারমণ, হাসন রাজা, শাহ আব্দুল করিম, ও দূরবিন শাহ সহ অসংখ্য মরমী কবি ও বাউল দের পুণ্যভূমি।

তাদের চর্চা ও আবাসনের ব্যবস্থা একদম নেই। এ দাবিতে আজ সুনামগঞ্জ বাউল একাডেমী ও বাউল পল্লী বাস্তবতায়ন পরিষদের আহ্বায়ক ফজলে রাববী স্মরণ এর নেতৃত্ব পরিকল্পনা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষানবীশ আইন জীবিদের গেজেট করে সনদ প্রদানের দাবিতে পৃথক আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।

/ মোআসা

Total Page Visits: 527 - Today Page Visits: 1

সুনামগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Name: Md. Abdus Salam E-mail: salamsunamgonj@gmail.com Mobile: 01777-705785, 01715-272834 Fathers Name: Md. Irshad Ali Mother’s Name: Mahmuda Begum Date of Birth: 01st December, 1980 Permanent Address: Vill- Uttor Suriarpar, P.O- Bualia Bazar, P.S- Derai, Dist- Sunamganj. Present Address: West Hajipara, Sunamganj Sadar, Sunamganj. Mailing: Media Center, Pouro Biponi 1st Floor, Sunamganj, Bangladesh. Blood Group: A+

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares