শার্শায় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় শিশু নিহত
যশোরের শার্শায় ইঞ্জিনচালিত ‘পাখিভ্যানের’ ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু হোসাইন (৬) ফুলসারা গ্রামের মংলা মিয়ার ছেলে।
শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এএসআই জামিরুল ইসলাম বলেন, উপজেলার ফুলসারা মোড়ে শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে।
তিনি বলেন, উপজেলার শালকোনা বাজার থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিনভ্যান ফুলসারা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। ওই সময় শিশুটি রাস্তা পার হচ্ছিল। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/ মোজাহো