নড়াইলে নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত
নড়াইলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ রবিবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, জেলার লোহাগড়া উপজেলায় ১৪ জন ও কালিয়ায় উপজেলায় ৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ২ শত ৭৫ জন করোনায় আক্রান্তের মধ্যে সদরে ৮৯ জন, লোহাগড়ায় ১৫৭ জন ও কালিয়ায় ২৯ জন। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছে ৮৮ জন।
এখন পর্যন্ত ১৮০ জন পজেটিভ আছে। এ পর্যন্ত মোট ১ হাজার ৮ শত ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, বাতিল ১৭৫টি সহ মোট ১ হাজার ৮ শত ১১টি রির্পোট পাওয়া গেছে। ১২ টি নমুনা পেন্ডিং রয়েছে।
/ শুস