বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।
৫ জুলাই (রবিবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে ভিডিও কনফারেন্সে লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন তিনি।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেন্ট্রাল অক্সিজেন লাইন প্রদান করেন ডা: হারুন-হাছান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, সহকারি কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: ফারজানা আকতার, থানা অফিসার ইনচার্জ মো, আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু শাহদাত, হিফ্স পরিবারের সদস্য মো: শোয়েব, পৌরসভা প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এস এম জসিম, কাজল দে, আব্দুল মান্নান মোনাফ, শফিউল আজম শেফু, হামিদুল হক মন্নান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, শফিউল আলম, যুবলীগ নেতা আব্দুল মান্নান, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উপস্থিত ছিলেন।
সভায় সাংসদ মোছলেম উদ্দিন আহমদের উদ্যোগে করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের সৎকারে সহযোগীতাকারী উপজেলা গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিমকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়া এন. মোহাম্মদ গ্রæপের সৌজন্যে করোনা নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করা হয়।
/ ইবা