রংপুরের গংগাচড়ায় মসজিদ উন্নয়নে অনুদানের চেক বিতরণ করলেন- রাঁঙ্গা, এমপি

রংপুরের গংগাচড়া উপজেলার অধিনে বিভিন্ন মসজিদের অবকাঠামো গত উন্নয়নের নিমিত্তে গণ প্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ কৃত আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন রংপুর-১ গংগাচড়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি।

৫ জুলাই রবিবার সকাল ১১ টার দিকে গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুদান প্রাপ্ত বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি/ সম্পাদকদের হাতে এই অনুদানের চেক তুলে দেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জাতীয় পার্টির মহাসচিব  আলহাজ্ব মসিউর রহমান রাঁঙ্গা এমপি।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা বেগম উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল সহ জাতীয় পার্টি ও আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

/ এমএমম

Total Page Visits: 471 - Today Page Visits: 1

গঙ্গাচড়া (রংপুর) করেসপনডেন্ট

Md Moniruzzaman 01736688726 ,01826979540 Email: monir96126@gmail.com B+

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares