রংপুরে ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড – করোনায় আক্রান্ত ৭০
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড ৭০ জন।
আক্রান্তদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক, পুলিশ, এনএসআইসহ রংপুরে ৩০, লালমনিরহাটে ১৬, গাইবান্ধায় ১১, কুড়িগ্রামে ১০ এবং নীলফামারীতে ৩ জন রয়েছেন।
রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৭০ জনের করোনা পজেটিভ আসে। এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জন সূত্রে, রংপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ায় ১০৯১, সুস্থ্য হয়েছেন ৭১২ এবং মারা গেছেন ১৮ জন।
/ কাজাজা