সুনামগঞ্জে কর্মহীন গৃহবন্দি অসহায়দের মাঝে সাংবাদিকদের ত্রাণ বিতরণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় পানিবন্দি ও করোনায় কর্মহীন গৃহবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাংবাদিকরা। মানবতার তাগিদে বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত। নৌকা যোগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছেন সাধ্যমতো ত্রাণ সামগ্রী।
শনিবার দিন ব্যাপী জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকদের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জগন্নাথপুর পৌর এলাকার হাসিমাবাদ, বাদাউড়া ও কাচি বিলেরপাড় গ্রামের ৩০টি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। জনপ্রতি ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম মুড়ি, কলা, স্যালাইন, মোমবাতি ও গ্যাসলাইট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক ফখরুল ইসলাম, সাংবাদিক আলী জহুর, আলী হোসেন খান, ফজলুর রহমান, সংবাদকর্মী আবদুর রহিম ও জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য।
এতে অর্থ দিয়ে সহযোগিতা করেন সাংবাদিক আবদুল তাহিদ, মীরজাহান মিজান, মো.শাহজাহান মিয়া, ফখরুল ইসলাম, মিছলুর রহমান, আলী জহুর, আলী হোসেন খান ও নিকেশ বৈদ্য।
/ মোআসা